M͟o͟v͟i͟e͟ : 𝗧𝗔𝗕𝗟𝗘 𝗡𝗢.21


C͟o͟u͟n͟t͟r͟y͟ : India
L͟a͟n͟g͟u͟a͟g͟e͟ S͟p͟o͟k͟e͟n͟: Hindi
G͟e͟n͟r͟e͟: Adventure, Mystery, Thriller
C͟a͟s͟t͟ : Paresh Rawal,Rajeev Khandelwal, Tina Desai, Dhruv Ganesh etc.
D͟i͟r͟e͟c͟t͟e͟d͟ b͟y͟: Aditya Datt
R͟a͟t͟i͟n͟g͟s͟:
Imdb: 7.1
Rotten Tomatoes: 55%
Personal: 8.5 out of 10(I recommend to Watch)
Alert:
আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং Confidentially বলতে পারি এই লেখায় কোনো গুরুত্বপূর্ণ Spoiler নেই। তাও যদি ভুলক্রমে হালকা-পাতলা কোনো Spoiler দিয়ে থাকি সেজন্য দুঃখিত।
গতানুগতিক মাসালা Bollywood Movie দেখার আশায় থাকলে, দুঃখিত!! এই Movie আপনার জন্য নাহ। Pure Movie Lover-দের জন্য কোনো তারকাখচিত Cast ছাড়া এই Movieটি একটি দারুণ অনুভূতির সৃষ্টি করতে সক্ষম।
𝙿𝙻𝙾𝚃:
পাঁচ বছর পূর্ণ হতে যাওয়া Vivaan-Siya দম্পতি Lottery তে Fiji Tour Pack জিতে। তারা সেখানে তাদের আনন্দঘন সময় উপভোগ করতে থাকে। বৈবাহিক জীবনের পাঁচ বছর পূর্ণতা প্রাপ্তির দিনে হঠাৎ তারা বিভিন্ন Surprise পেতে থাকে। তাদের Anniversary উদযাপনের জন্যে তাদেরকে একটি বিলাসী জাহাজে করে একটি দামী Resort এ নেওয়া হয় যেখানে তাদের জন্য বিভিন্ন আয়োজন রাখা হয়। আর এসকল ব্যবস্থা করেন Abdur Razzaq Khan নামক একজন লোক। তিনি ওই দম্পতিকে Table No.21 নামক একটি Game খেলার প্রস্তাব অর্পণ করেন যার পুরষ্কার হিসেবে তাদের 10M Fijian Doller অর্থাৎ ২১ কোটি ভারতীয় রুপি Offer করা হয়। যেহেতু Vivaan আয়-উপার্জনহীন ছিল তাই তারা রাজি হয়ে যায়। এই খেলার শর্ত ছিলো খুবই সরল। আটটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে এবং আটটা Task পূরণ করতে হবে। তাদের সাথে Lie Ditector থাকবে যার ফলে তাদের সঠিক উত্তরটাই দিতে হবে এবং ভুল উত্তর দেওয়া মানেই মৃত্যু।ভুল উত্তর দেওয়া যাবে না এবং খেলা একবার শুরু করলে তা থেকে আর ফেরত আসা যাবে না। এই শর্তাবলীগুলো উল্লেখপূর্বক একটি চুক্তিপত্রে তাদের স্বাক্ষর নেওয়া হয়। খেলাটি শুরুতে সহজ লাগতে থাকলে প্রশ্নগুলো Uncomfortable এবং Task গুলা কঠিন হতে থাকে।এইভাবে প্রশ্নের উত্তর এবং Task পূরণের মধ্য দিয়ে Movie এগিয়ে চলে যেখানে তাদের অনেক শারীরিক ও মানসিক সমস্যার মুখোমুখি হতে হয়।
এই মুভির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর প্লট টুইস্ট। যেখানে একটি গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা এবং সামাজিক সমস্যার সচেতনতা তৈরি হয়। Spoiler না দিতে চাওয়ার কারণে এইটি উল্লেখ করা হলো না।তবে আমি এই Twist এর জন্যই বিনীতভাবে অনুরোধ করবো Movieটি দেখার।
𝙰𝙲𝚃𝙸𝙽𝙶:
অভিনয়ের কথা বললে Paresh Rawal কে সহজেই 10/10 দেওয়া যায়। তিনি তার চরিত্রের সাথে সুবিচার করতে পেরেছেন। Rajeev,Tina এদের অভিনয় আহামরি না হলেও আপনাকে বিরক্ত করবে না। তবে Dhruv Ganesh এর অভিনয় ছিল প্রশংসার দাবিদার। বলতে গেলে সবাই কম-বেশি ভালো অভিনয়ই করেছেন।
First time লিখলাম। নিশ্চিতভাবে বলা যায় অনেক ভুল-ত্রুটি থাকতে পারে যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি আপনার সময় ব্যয় করে আমার লেখা পড়ে থাকলে আপনাকে ধন্যবাদ।
__________Happy Watching__________