এই মুভিটা দেখার আগে শুধু শুনতাম, এটা দেখলে নাকি কান্না চলে আসে।
কথা হচ্ছে দেখার পর আমার কান্না আসেনি। কিন্তু, এমন এক অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি হয়েছে, যেটার চেয়ে একটু কাঁদতে পারাটাই হয়তো বেটার হতো!
(#স্পয়লার)
গল্পটা মানসিক প্রতিবন্ধী বাবা আর তার মেয়ের। বাবার জানের জান তার মেয়েটা। মায়ের মৃত্যুর পর পরম মমতায় সন্তানকে বড় করে সে।
ঘটনাক্রমে একদিন বাবার কোল থেকে মেয়েটাকে ছিনিয়ে নেয়া হয়। মানসিকভাবে দূর্বল হওয়াতে চারপাশের ষড়যন্ত্র টের পায়না সে। হন্য হয়ে খুজতে থাকে মেয়েকে। এরপরের কাহিনি বলে আর আগ্রহ নষ্ট না করি!
মুভিটার মেইন কন্সেপ্ট হলিউডের 'I am sam' থেকে নেয়া হয়েছে। মুভির বিজিএম একেবারে মনভোলানো। গানগুলো চমৎকার, মনোমুগ্ধকর লোকেশন। পার্ফেক্ট মেকিং এর সাথে অনবদ্য অভিনয়। সবমিলিয়ে এনজয়েবল একটা মুভি। চিয়ান বিক্রম আর সারা আর্জুনের অভিনয় ছিলো পুরো সিনেমার প্রান। সর্বোপরি এনজয়েবল একটা মুভি, মিস করে থাকলে দেখে ফেলুন এখনি!
0 Comments