একটা রাতের গল্প। একজন বাবার গল্প। একজন সৎ পুলিশ অফিসারের গল্প।Kaithi (2019)
Action/Thriller
Tamil (Esub) • 2h 30m
IMDb - 8.5/10
Rotten Tomatoes - 85%
স্পয়লার এলার্ট
সাইলেন্ট অপারেশন চালিয়ে পুলিশ ডিপার্টমেন্ট ড্রাগ ব্যবসায়ীদের ৮৪০ কোটি রুপির কোকেইন জব্দ করে। এতে ড্রাগ ব্যবসায়ীরা ক্ষেপে গিয়ে কোকেইন ফেরত আনার জন্য পুলিশদের ড্রিংকে ড্রাগজাতীয় কিছু মিশিয়ে দেয়। সেখানে এক লোকের সাথে দেখা যিনি ১০বছর পর জেল থেকে বেরিয়ে আসেন। তার মেয়ে এক অনাথ আশ্রমে বড় হয়েছে। পুলিশ তাকে সন্দেহ করে আটকে রেখেছিল..!
টানটান উত্তেজনায় ভরা এই মুভিটির ডিরেক্টর একটা রাতের গল্পকে নিঁখুতভাবে ফুটিয়ে তুলেছেন। তামিল ইন্ডাস্ট্রি কতটা এগিয়ে গিয়েছে! এমন ইউনিক কনসেপ্টের মুভি এর আগে তামিলে হয়নি। এক্সেলেন্ট রাইটিং। সাথে টানটান স্ক্রিনপ্লে, চোখ সরাতে পারিনি। একবারেই বসে পুরোটা দেখেছি। সিনেমাটোগ্রাফী ভাল লেগেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর ও দারুন ছিল।
এই মুভির আরেকটা পয়েন্ট হলো অভিনয়। নিখুত, একদম সাবলীল। স্ট্রং এক্টিং যাকে বলে। অনেকের দাবী, কার্থি এই মুভিতে ওর ক্যারিয়ার বেস্ট পারফর্মেন্স দিয়েছে। সত্যিই খুব নিঁখুত ছিল। এক্টিং স্কিল
মুভিতে সবার পারফর্মেন্সই ন্যাচারাল লেগেছে। আর যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন অর্জুন দাস। এক্সেলেন্ট!

নেই কোনো লিড অ্যাক্ট্রেস, নেই কোনো গান, নেই ডান্স। এই মুভির এত এত প্রশংসা শুনে কৌতুহলবশত দেখেই ফেলি বিশ্বাসই হচ্ছেনা এটা তামিল মুভি।
অধিকাংশ ক্রেডিট ডিরেক্টর লোকেশ কানাগারাজের প্রাপ্য। দারুন ডিরেকশন। সব কাস্টদের বেস্ট'টা বের করে এনেছেন।
মুভির লোকেশান, ভিএফএক্স, একশন সিক্যুয়েন্স পারফেক্ট লেগেছে। 

ওভারঅল, Kaithi একটি দারুন ইঞ্জয়েবল মুভি। তামিল ইন্ডাস্ট্রির বলে মনে দ্বিধা রাখবেন না। দেখার আপনিই হয়তো প্রশংসা করবেন।
পার্সোনাল রেটিং - 8/10.
0 Comments