#nospoiler

🎬কমিকবুকের সবচেয়ে বিখ্যাত সবুজ দানব কে সবাই এক নামে চেনে। Hulk বা The Incredible Hulk নামে। তাকে কেন সবার এত পছন্দ? মূল কারণটা বোধহয় তাকে পাগলের মত সবকিছু চুরমার করতে দেখে সবার ভেতরেই একটা অদ্ভুত রকমের স্বস্তি কাজ করে। আর করবে নাই বা কেন? লাইভ অ্যাকশনের জগতে Avengers এ লোকি এবং Thor Ragnarok এ থরকে যেভাবে ভেজা কাপড়ের মত আছড়েছিলো ওহ! মনে হচ্ছিলো যেন কলিজায় বালতির পর বালতি বরফ ঢেলে দিচ্ছে কেউ।
হাল্ক তার অমানবিক শক্তি আর অনিয়ন্ত্রিত রাগের জন্য সবার প্রিয় হিরোর তালিকায় থাকবেই আর তার শক্তি তার রাগের সাথে সমানুপাতিক হারে বাড়ে।
কিন্তু কমিকবুক রিডার ছাড়া সাধারণ দর্শকদের অনেকেই হাল্কের একটা ক্ষমতা নিয়ে তেমন ওয়াকিবহাল নন। কারণ লাইভ অ্যাকশন বা অ্যানিমেশন কোনটাতেই হাল্কের এই ক্ষমতার ওপরে তেমন নজরই দেয়া হয় নি অন্ততপক্ষে আমার যতদূর মনে পড়ে। এমসিইউ তে তো এটাকে প্রায় বাদই দেয়া হয়েছে আর তা হল হাল্কের দুর্দান্ত হিলিং ফ্যাক্টর বা ক্ষত সারিয়ে ফেলার ক্ষমতা।
হাল্কের হিলিং ফ্যাক্টর শুধুমাত্র ছোটখাটো চোট সারিয়ে তোলার মত ফেলনা নয় বরং হাল্কের হিলিং ফ্যাক্টর এতটাই ক্ষমতাশালী যে সেটাকে সরাসরি Wolverine, Deadpool এর মত চরিত্র যারা বিখ্যাত তাদের হিলিং অ্যাবিলিটির জন্য তাদের সাথে তুলনা দেয়া যায় সহজেই।
আজকে চেষ্টা করবো মার্ভেলের এই আইকনিক চরিত্রের হিলিং ফ্যাক্টর নিয়ে সবাইকে কিছু ধারণা দিতে কমিকবুক থেকে।
☢️Vector নামক এক ভিলেন নিজের Telekinetic Repelling অ্যাবিলিটির মাধ্যমে হাল্কের চামড়া এবং মাংস উড়িয়ে দিয়ে প্রায় কঙ্কালসার অবস্থায় নিয়ে আসে এবং হাল্ক ঐ অবস্থাতেই জোরালো একটা ঘুষি বসিয়ে দেয় ভেক্টরের ওপর শুধু তাই নয় ভেক্টরকে উড়িয়ে দেয়ার পর কয়েকমুহুর্তেই নিজেকে পূর্বের স্বাভাবিক অক্ষত অবস্থায় নিয়ে আসে।
Source: Incredible Hulk #398
☢️মারাত্মক এলিয়েন ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার পরেও কিছুক্ষণের মধ্যেই ওগুলোর হাত থেকে নিজেকে মুক্ত করতে সমর্থ হয় হিলিং অ্যাবিলিটির মাধ্যমে।
Source: Incredible Hulk 2000 #99
☢️একের পর এক বর্শা, তরবারি ইত্যাদির মত ধারালো অস্ত্র শরীরে গেঁথে যাওয়ার পরও এমন আচরণ করে যেন কোন পাগলকে চিমটি দিয়ে ক্ষেপিয়ে দেয়া হয়েছে।
Source: Incredible Hulk 2000 #103
☢️Phasing এর মাধ্যমে ওর হাত-পা ভূমির সাথে মিশিয়ে ওকে আটকে দেয়া সত্ত্বেও কয়েক মুহূর্তেই নিজেকে মুক্ত করে।
Source: World War Hulk & X-Men #2
☢️Sentry র এক মিলিয়ন সূর্যের বিস্ফোরণের সমান ক্ষমতার সাথে টক্কর দিতে থাকে যাতে ওর হিলিং ফ্যাক্টর দারুণ রকমের সাহায্য করে ওকে।
Source: World War Hulk #5
☢️Deadpool ছাগলটা একবার হাল্কের মুখের ভেতরে গাদাখানেক গ্রেনেড ঢুকিয়ে এবং মুখের ওপরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে একটা নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটায়। তবে তাতে থোরাই কেয়ার করেছিলো হাল্ক।
Source: Deadpool 2011 #37
☢️উন্মত্ত হাল্ককে থামাতে অ্যাভেঞ্জাররা একবার চূড়ান্ত এক সিদ্ধান্ত গ্রহণ করে। টনি স্টার্ক পৃথিবীর বাইরে কক্ষপথে থাকা নিজের এক স্যাটেলাইটের মাধ্যমে Helios laser নামক এক বিম নিক্ষেপ করে যা এতটাই ক্ষমতাশালী ছিল যে ঐ এলাকা পুরোটাই ধুলোয় মিশে যায় এবং হাল্কের শরীর বলতে শুধুমাত্র ওর কঙ্কালের ওপর সামান্য কিছু মাংসের আস্তরণ থেকে যায়।
সেখান থেকে ওকে Shadow Base নামক এক গোপন অর্গানাইজেশনের ফ্যাসিলিটিতে স্থানান্তর করে অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ যেমন কিডনী, হার্ট, যকৃত ইত্যাদি সহ ওর পুরো শরীরের অঙ্গপ্রত্যঙ্গ টুকরো করে আলাদা জার বা বয়ামে সংরক্ষণ করা হয় এবং এই কাজের জন্য এডামেন্টিয়াম ব্লেড সম্পন্ন মিলিয়ন ডলারের হাইড্রলিক রোবোটিক আর্ম ব্যবহৃত হয়।
সেই অবস্থায়ও হাল্ক জীবিত থাকে শুধু তাই নয় একসময় নিজের টুকরো করে আলাদা জারে রাখা হাত দিয় একটা তুড়ি মেরে সবগুলো জার ভেঙে নিজের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলোকে মুক্ত করে নিজেকে পুনর্গঠন করে নেয় এবং হাল্কের অঙ্গপ্রত্যঙ্গ পুনর্গঠনের সময় এর মাঝে পড়ে Shadow Base এর প্রধান সায়েন্টিস্ট Dr. Clive হাল্কের শরীরের মধ্যে চলে যায় মানে হাল্ক ওকে মুখে না পুড়েই উদরস্থ করে ফেলে আর কি।
Source: Immortal Hulk #7 & #8
🎬ওপরে হাল্কের হিলিং ফ্যাক্টর নিয়ে কমিকবুক থেকে উল্লেখযোগ্য কিছু প্যানেল তুলে ধরলাম। যদি মনে হয় কোথাও কোন ভুল হয়েছে এবং আপনার জানামতে হাল্কের হিলিং অ্যাবিলিটি নিয়ে কমিকের কোন তথ্য যেটা এই পোস্টে উল্লেখ করা যেত তবে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন।