Movie :- Sanam Teri Kasam
Genres :- Drama | Romance
ImbB :- 7.3/10
Personal Ratting :- 9/10
Language :- Hindi
Director :- Radhika Rao, Vinay Sapru
এ প্রথমবারের মতো বলিউডের কোন রোমান্টিক মুভি আমার এত্তটা ভালো লাগলো
মুভির কাহিনী শুরু হয় তামিল নাড়ুর রহ্মনশীল পরিবারের খুবই সহজ সরল ধাচের এক মেয়ে সারু কে দিয়ে , যে কিনা এক সাধারণ লাইব্রেরিতে কাজ করে, সে তার চেহারার কারণে প্রায় মানুষের কাছে সমালোচিত হয়, বলতে গেলে পরিবারের কাছে সে একটা বোঝা মাত্র, পরিবার থেকে তার জন্য ছেলে দেখা হলেও প্রত্যেক এ তাকে আনস্মার্ট ও সেকেলে তাকে রিজেক্ট করে দেয়, আর এদিকে আবার তার ছোট বোনের বয়ফ্রেন্ড ও তাকে আবার বিয়ের জন্য চাপ দিতেছে, কিন্তু তাদের আবার নিয়ম হলো যে বড় মেয়ের বিয়ে না হলে নাকি ছোট মেয়ের বিয়ে হয় না, এরপরে সারু সব কিছু ভেবে তার অফিসের এক আইটি অফিসারের প্রেমে পড়ে এরপরে সেও সারু কে আনস্মার্ট ভেবে রিজেক্ট করে দেয়, এর পর থেকে শুর হয় মুভির আসল কাহিনী, আর বেশি কিছু বলে আপনাদের মুভিটি দেখার আগ্রহ নষ্ট করতে চাই না।
0 Comments