এবছর এনিমেশন ক্যাটাগরিতে এটা অস্কার পাবেই নমিনেশন তো একেবারে সিউর।Disney এর মুভি গুলা এনিমেশন এর মাধ্যমে মানুষকে নৈতিকতা শেখায়।এবারের মুভির থিম ছিল "বিশ্বাস" পুরা ফ্লিমটাই বিশ্বাস এর উপরে।এত সুন্দর একটা মেসেজ ফ্লিম টা দেয় যা বলার বাইরে।

কুমান্ড্রা নামের এক রাজ্য ছিল সুজলা সুফলা আর তার সাথে ছিল ম্যাজিকাল ক্রিচার।ড্রাগন গুলা সেই রাজ্য এ খাদ্য ও পানির যোগান দিত।কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হয় না যখন ড্রুউন নামক এক মহামারি হানা দেয়।এর সংস্পর্শ এ যা আসে সব পাথর হতে শুরু করে।ড্রাগন রা প্রানপন চেষ্টা করার পরেও ড্রাগন পাথরে পরিনত হয়।তারপর আসে লাস্ট ড্রাগন সিসু।যে তার সব শক্তি এক রত্নে একিভুত করে যার ফলে ধবংস হয় ড্রুউন।
কিন্তু মানুষ এর লোভ এমন এক জিনিস সেই রত্ন খোজার প্রচেষ্টায় কুমান্ড্রা ৫ ভাগে বিভক্ত হয়ে যায়।এর পর কি হয় তা বললে পুরাই স্পয়লার হয়ে যাবে
আমার আজ অবদি দেখা বেস্ট এনিমেশন হল Ne zha. Raya and the last dragon ২য় তে থাকবে
রেটিং
Imdb:7.7
Pr:9