"RAYA AND THE LAST DRAGON"

আমি বরাবরই এনিমেশন পছন্দ করে থাকি এর পজিটিভিটি এবং মূল্যবোধের জন্য। আর ডিজনি সেক্ষেত্রে একটু বেশিই এগিয়ে। আর এই মুভির মাধ্যমে তারা আবারও প্রমান করে দিলো যে যেকোন পরিস্থিতিই মোকাবেলা করা সম্ভব যদি আমরা একে অপরের উপর বিশ্বাস রেখে সংঘবদ্ধ ভাবে কাজ করি।
এই কনসেপ্ট টা খুবই প্রচলিত হলেও সাধারন বশত ভাবেই বাস্তব জীবনে এর প্রতিফলন নেই বললেই চলে। কিন্তু এর উদাহরন হিসেবে মহামারী কে ইঙ্গিত করে দেখানোটা আমার কাছে সেরা লেগেছে। সাময়িক জীবন থেকেই খুব সহজেই রিলেট করা যায়। 💝
★ স্পয়লার নেই!
ড্রুন নামক মহামারী থেকে বাঁচাতে লাস্ট ড্রাগন্স নিজেদের স্যাক্রিফাইস করে তাদের পাওয়ার দিয়ে কুমান্ড্রা জাতিকে ফিরিয়ে আনে। কিন্তু "People being people." তারা সেই ড্রাগনের রক্ষিত পাওয়ার নিয়ে একে অপরের সাথে যুদ্ধে লীপ্ত হয়ে বিভক্ত হয়ে পড়ে। কিন্তু আবার ও বিশ্বাসঘাতকতার মত খুবই প্রচলিত কারনেই সেই রক্ষিত পাওয়ার তার নিজস্বতা হারিয়ে ফেলে এবং আবার মহামারী গ্রাস করে ফেলে। এখন কিভাবে রায়া সেই ড্রাগনের পাওয়ার আবার ফিরিয়ে আনবে এবং জাতিকে মহামারীর হাত থেকে বাঁচাবে জানতে হলে মুভিটি দেখতে হবে।
মুভি নিয়ে ভেবেছিলাম হয়ত ড্রাগন/ডিস্টোপিয়ান/মিথিক্যাল স্টোরি দেখানো হবে। সেক্ষেত্রে কিছু ব্যাপারে সামান্য কমতি মনে হলেও তারা মূলত যেই বিষয়টাতে ফোকাস করে সেই হিসেবে বেশ দারুন লেগেছে। আমার মতে, মুভিতে সুন্দর কোনো বার্তা দেওয়াটা যতটা সহজ কিন্ত অর্থবহ ভাবে সেটাকে উপস্থাপন করাটা ততটাই কঠিন যেটা এই মুভির ক্ষেত্রে আমার কাছে অসাধারন লেগেছে। পাশাপাশি এনিমেশন কোয়ালিটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিলো মারাত্মক আর Awkwafina এর ভয়েস কাস্টিং একদম পারফেক্ট। 💝
ডাউনলোড লিংকঃ মুভিটি যেকোন টরেন্ট সাইট / আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন।